ইতিহাস

ইতিহাস

পলাশতলী গ্রামের চতুর পার্শ্বস্থ 6.কি.মি এর মধ্যে যুগযুগান্তরে কোন মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা ছিলনা বিধায় 1972 খ্রি. অত্র এলাকার একজন সুপরিচিত শিক্ষানুরাগী ব্যক্তি আলহাজ ফজলুল হক সরকার সাহেবের উদ্যোগে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের নিমিত্তে পার্শ্ববর্তী সকল গ্রামের সর্বস্তরের জনগণ নিয়ে ১০/১১/1972 খ্রি.  প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সকলের সম্মতিক্রমে এই গ্রামের নাম অনুসারে বিদ্যালয়ের নাম করণ করা হয়, পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়। এই গ্রামের মহানুভব ব্যক্তিগণ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১.27 শতক জমি দান করেন। সম্মানিত দাতা সদস্যগণ হলেন: ১। জনাব আলহাজ ফজলুল হক সরকার  (প্রতিষ্ঠাতা)